প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১৩:৫৯
মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্কুল ছাত্রীকে মারধরের অভিযোগ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নুসরাত আক্তার নোহা (১০) নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে ।
|আরো খবর
রশুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা বেগমের বিরুদ্ধে।
৩০ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩ টার দিকে বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা রোকসানা বেগম নুসরাত আক্তার নোহাকে তার অফিস কক্ষে ডেকে নিয়ে চিকন বাশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে মর্মে অভিযোগ স্কুল ছাত্রীর পরিবারের। এ ঘটনায় প্রধান শিক্ষিকা রোকসানা বেগমকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিরাজদিখান থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রীর পিতা মোঃ বাবুল শেখ।
স্কুল ছাত্রী নুসরাত আক্তার নোহার পিতা মোঃ বাবুল শেখ অভিযোগ করে বলেন, ৩০ সেপ্টেম্বর তারিখ বিকাল সাড়ে ৩ টার সময় রশুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার মেয়েকে তার অফিসে ডেকে নিয়ে মারধর ও নির্যাতন করে।
আমি প্রধান শিক্ষকের বিচার চাই।
অফিসে ডেকে নিয়ে কি কারণে মারধর করা হলো এমন প্রশ্নের তিনি কোন সদুত্তর দিতে পারেন নি!
এ ব্যপারে অভিযুক্ত স্কুল শিক্ষিকা রোকসানা বেগমের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায় নি।
রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবু সাইদ বলেন, আমার ছেলেও ওই স্কুলেই পড়ে। আমি আমার ছেলেকে শাসন করার জন্য প্রধান শিক্ষককে বেত কিনে দিয়েছিলাম। ছাত্র ছাত্রী যদি দুষ্ট হয় তাহলে শিক্ষক শাসন করবে না তো কে করবে?
ম্যাডাম মানুষ হিসেবে ভালো। এছাড়া ম্যাডাম ক্যান্সারের রোগী। তার মানসিক অবস্থাও ভালো না। ক্যামো থেরাপী দিয়ে বেচে আছে। অভিযোগ হলে তদন্তে যা হয় তাই হবে।সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি ।
তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।