শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২

ঈদগাহ ফেরিঘাট এলাকায় জমি সংক্রান্ত মামলা দেওয়ায় মসজিদের ইমামের উপর হামলা!

স্টাফ রিপোর্টার
ঈদগাহ ফেরিঘাট এলাকায় জমি সংক্রান্ত  মামলা দেওয়ায় মসজিদের ইমামের উপর হামলা!
ইমাম মাওলানা মিজানুর রহমান

শরীয়তপুরের ১০৯ নং বেড়াচাক্কী মৌজায় জমি সংক্রান্ত মামলা দেওয়ায় মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমানের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার মাগরিবের নামাজের পর শরীয়তপুর ঈদগাহ ফেরিঘাট সংলগ্ন নরসিংহপুর বিএনপি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

আহত মাওলানা মিজানুর রহমান জানান,আমি চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের শ্রীরামপুর এলাকার বাসিন্দা। শরীয়তপুরের ১০৯ নং বেড়াচাক্কী মৌজায় আমার নানার সম্পত্তি। যার বর্তমান মালিক আমরা তার ওয়ারিশগন।কিন্তু এই সম্পত্তি কৌশলে হাতিয়ে নেওয়ার পায়তারা করতেছে ইব্রাহিমপুর ইউনিয়নের বাসিন্দা আবু তাহের, আনু,মুনছুর,বিল্লাল,মনির পাঠান।এবিষয়ে আমি সদর মডেল থানায় মামলা দায়ের করি।মামলা নং ৩৪০/২৪।মামলার তদন্ত কর্মকর্তা মিরাজ।এতে প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন । তারা আমাকে কৌশলে স্থানীয় বিএনপি নেতা মমিন দিদারকে দিয়ে ডাকিয়ে নেয়।এরই প্রেক্ষিতে আমি ২৭ সেপ্টেম্বর শুক্রবার সেখানে গিয়ে মমিন দিদারের সাথে কথা বলার সময় আবু তাহের গোলদারের নেতৃত্বে প্রায় ১৫ জন স্থানীয় সন্ত্রাসী আমাকে ব্যারিকেট দিয়ে ফেলে। এ সময় আবু তাহের আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে মারতে তেড়ে আসে। তার বিরুদ্ধে কেন মামলা দিয়েছি এই বলে আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এবং ভবিষ্যতে আমি আমার জমির কাছে গেলে মেরে ফেলার হুমকি দেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়