শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫২

নাঙ্গলকোটের বাঙ্গডা বাজার থেকে উদ্ধার

শাহরাস্তিতে ডাকাতির কায়দায় ১৪টি গরু চুরি

মোঃ মঈনুল ইসলাম কাজল ॥
শাহরাস্তিতে ডাকাতির কায়দায় ১৪টি গরু চুরি

শাহরাস্তি উপজেলা সদর থেকে রাতের আঁধারে সশস্ত্র কায়দায় ১৪টি গরু চুরি হয়েছে। দিনভর ব্যাপক অভিযানের পর কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গডা বাজার এলাকা থেকে প্রশাসন ও স্থানীয় লোকজনের সহযোগিতায় গরুগুলো উদ্ধার করা হয়। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত দেলোয়ার হোসেন মিয়াজীর খামার থেকে দুটি ভ্যানে গরুগুলো নিয়ে যাওয়া হয়। এ সময় খামারের দায়িত্বে নিয়োজিত রাখাল জিতেন ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে হাত-পা বেঁধে ফেলে চোর চক্র অফিস কক্ষ ভাঙচুর করে। সংবাদ পেয়ে স্থানীয়রা ছুটে আসার আগেই সংঘবদ্ধ চোরচক্র গরুগুলো নিয়ে চলে যায়।

খামারের পরিচালক আমিনুল এহছান হৃদয় বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে চুরি হওয়া গরুর অবস্থান নিশ্চিত হন। এরপর শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত ও নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তা এবং স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে গতকাল বুধবার বিকেলে গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বাঙ্গডা এলাকাটি চোর চক্রের জন্যে পরিচিত স্থান। ওই এলাকায় অধিকাংশ লোক চুরির পেশায় জড়িত। অনেকেই ধারণা করছেন, শাহরাস্তি উপজেলার একটি সক্রিয় চোরচক্র এর সাথে জড়িত। এ সংবাদ লেখা পর্যন্ত গরু নিয়ে মালিকপক্ষ শাহরাস্তিতে এসে পৌঁছেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়