রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৭

হাজীগঞ্জে ১ দিনে গ্রেফতার ১২

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে ১ দিনে গ্রেফতার ১২

গত ২৪ ঘন্টায় হাজীগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১২ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সবাইকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হলে আদালত জেল হাজতে পাঠায়। ১২ জনের মধ্যে ৯ জন্য পরোয়ানা ভূক্ত বাকীদেরকে চলমান মামলায় আটক হয়। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ। মোহাম্মদ হারুন অর রশীদ অভিযানের নেতৃত্ব দেন।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বাকিলা ইউনিয়নের ছয়ছিলা গ্রামের বড় বকাউল বাড়ির খোরশেদ আলমের ছেলে রহিম(৩০), একই গ্রামের ইমাম আলীর ছেলে মোঃ শান্ত(২৪), পূর্ব রাজারগাঁও গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে নাসির উদ্দিন ভূট্টো(২৪), লোধপাড়া তালুকদার বাড়ির মৃত চাঁদ মিয়া তালুকদারের ছেলে মোঃ নুরুল ইসলাম তালুকদার(৪৭), তার স্ত্রী নুরু জাহান বেগম(৩৫),

পৌরসভাধীন বলাখাল গ্রামের শহিদুল আসলামের ছেলে মোঃ শাহাদত(১৮),টোরাগড় গ্রামের আলী আরশাদের ছেলে লিটন মিয়া (৪২),লিটন মিয়ার স্ত্রী রুনু বেগম(৩৫), একই গ্রামের মৃত জিন্নাত আলী কাজীর ছেলে নুরু কাজী, ইসমাইল পাটোয়ারীর স্ত্রী সালমা বেগম(২৬), ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের মনির হোসেন সরকারের ছে্ররে মোঃ রাশেদ সরকার(২৪), রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের কাদের মিজির ছেলে লিটন মিজি(৩৫)।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ বলেন,গ্রেফতারদের নামে মাদকসহ বিভিন্ন মামলায় সাজা হয়েছিলো। দীর্ঘদিন ধরে আসামীরা গ্রেফতারী পরোয়ানা নিয়ে ঘুরে বেড়িয়েছে। সর্বশেষ উপপেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়