শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৩

ফরিদগঞ্জে মাদক ব্যবসায়ীসহ আটক ১৩

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে মাদক ব্যবসায়ীসহ আটক ১৩

ফরিদগঞ্জ থানা পুলিশ মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত আসামী এবং ওয়ারেন্টভুক্তসহ মোট ১৩জন আসামীকে আটক করেছে। পরে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করেছে।

জানা গেছে, বৃহষ্পতিবার (২ সেপ্টম্বর) রাতে থানা পুলিশ অভিযোন চালিয়ে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী গ্রাম থেকে মোঃ আবু হানিফ (২৯) ও মোঃ আমির হোসেন (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪৫পিস ইয়াবা ট্যাবট উদ্ধার করে। একই রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামছাপুর গ্রাম থেকে মোঃ নাছির হোসেন (২২)কে ৩শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ।

অন্যদিকে ঝিনাইগাতী থানার মামলা নং-০৭, তারিখ-২৯/১১/৯৯, ধারা-৩৭৯/৪২৭/৪১১ পেনাল কোড, জিআর নং-৮৯১/৯৯ এর ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ও ১ হাজার টাকা জরিমানা করা মামলার আসামী মোঃ মাঈন উদ্দিনকে নিজের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের বিষকাটালী গ্রাম থেকে আটক করে পুলিশ।

এছাড়া একইদিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান করে থানা পু্রিশ বিভিন্ন মামলার ওয়াররেন্টভুক্ত ১০জন আসামীকে আটক করে।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: শহীদ হোসেন জানান, মাদকসহ আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর)ওয়াররেন্টভুক্ত ১০জনসহ মোট ১৩জন আসামীকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়