প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৭
শিশুকে বলাৎকারের অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক
শাহরাস্তিতে ৯ম শ্রেনীর শিক্ষার্থী (১৪) বলাৎকারের অভিযোগে রায়শ্রী উওর ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ন-সাধারন সম্পাদক মো: আজাদ হোসেন মুন্সীকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। উক্ত ঘটনায় বলাৎকারের স্বীকার শির্ক্ষাথীর পিতা মফিজুল ইসলাম শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের আলোকে পুলিশ ১ সেপ্টেম্বর বিকেলে আওয়ামীলীগ নেতা আজাদ মুন্সী (৩৮) কে তার বাড়ী থেকে আটক করে। ঘটনার বিবরণে ও অভিযোগের ভিত্তিতে জানায়ায়, রায়শ্রী উত্তর ইউনিয়নের দহশ্রী মুন্সী বাড়ীতে গত ৩০ আগষ্ট সোমবার দুপুরে এ বলাৎকারের চেষ্টার ঘটনা ঘটে। দহশ্রী মুন্সী বাড়ীর মৃত: আবদুল হাকিমের ছেলে ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আজাদ হোসেন মুন্সী (৩৮) ঐদিন একই গ্রামের পাশ্ববর্তী (মজু মেম্বার) বাড়ীর ৯ ম শ্রেনীর ছাত্র (১৪) কে তার নিজ বসত ঘরে কৌশলে ডেকে নিয়ে বলাৎকারের চেষ্টা চালায়। এ সময় ঐ ছাত্র বাড়ীর পাশ্ববর্তী রাস্তার পাশে ছাগল কে ঘাস খাওয়াচ্ছিল, আজাদ মুন্সী কৌশলে তাকে ডেকে নিয়ে মোবাইল ফোনে অশ্লীল পর্নো ভিডিও দেখিয়ে টাকা দিবে বলে তার বসত ঘরে নিয়ে বলাৎকারের চেষ্ট চালায়। এ সময় শিশুটি ডাক-চিৎকার করে দৌড়ে পালিয়ে এসে বাড়িতে গিয়ে তার বাবা- মা”কে বিষয়টি জানায়। পরবর্তীতে শিশুটির পিতা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য খোকন, লোকমান হোসেন, এমরান হোসেন, বাজার কমিটির সাধারন সম্পাদক খোকন ও মিজানুর রহমানকে অবহিত করেন।
|আরো খবর
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো: খোকন জানায়, ঐ ছাত্রের পিতা মজু মেম্বার বিষয়টি জানানোর পর ৩১ আগষ্ট রাতে শাহরাস্তি বাজারে বেশ কয়েকজনের উপস্থিতিতে আজাদ মুন্সীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি স্বীকার করেন, ও এ ঘটনার জন্য ঐ ছাত্রের পিতার কাছে ক্ষমা চান।
ভিকটিমের পিতা মফিজুল ইসলাম জানান, বিষয়টি ছেলের কাছ থেকে জানার পর, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের অবহিত করি । সে বিষয়টি সকলের উপস্থিতিতে স্বীকার করেছে। পূর্বে ও সে এ ধরনের দুটি ঘটনা ঘটিয়েছে। ভবিষৎতে যেন কারো সন্তানের প্রতি এ ধরনের ঘটনা না ঘটাতে পারে সেজন্য থানায় লিখিত অভিযোগ করেছি।
এ বিষয়ে আটককৃত আজাদ মুন্সী জানায়, ঐ ছাত্র দীর্ঘক্ষন রাস্তার পাশে বসে মোবাইল গেম খেলছিল, আমি তাকে বারণ করি, ও বাড়ীতে চলে যাওয়ার জন্য উপদেশ ও পরামর্শ দেই। আমি রাজনৈতিক প্রতিহিংসা ও পরিস্থিতির স্বীকার।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান জানান, শিশু ছেলেটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।