বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ১৮:৩৫

বাবুরহাটে দিনে-দুপুরে বিকাশের দোকানে চুরি

ষ্টাফ রিপোর্টার
বাবুরহাটে দিনে-দুপুরে বিকাশের দোকানে চুরি

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বাবুরহাট বাজারে দিনে-দুপুরে বিকাশের দোকানে চুরির ঘটনা ঘটেছে। আজ সকাল ১১ টায় বাবুরহাট মতলব রোডে এ ঘটনা ঘটে। দিনেদুপুরে এমন ঘটনা ঘটায় আতঙ্কে বাবুরহাট বাজার ব্যবসায়ীরা।

জানা যায় বাবুরহাট মতলব রোডে মোবাইল এক্সেসরিজ, রিচার্জ ও বিকাশের দোকান, মোবাইল পয়েন্টে আজ সকাল ১১ টায় চোরের দল কৌশলে দোকানে ঢুকে এক লক্ষ টাকা নিয়ে চলে যায়।

এ বিষয়ে দোকানের স্বত্বাধিকারী মোঃ মামুন মাল জানায় সকালে বাড়ি থেকে নাস্তা করে না আসায়, দোকান খুলে ঝার দিয়ে দোকান পরিষ্কার করে, দোকানে মোবাইল ও নগদ এক লক্ষ টাকা রেখে আবার দোকানের ঝাঁপ লাগিয়ে পাশের দোকানে নাস্তা করেন ও পানি আনতে যান। এর জন্য তার দশ থেকে পনের মিনিট সময় লেগেছিল বলে সে জানায়। এরই ফাঁকে চোরের দল সুকৌশলে দোকানে তালা না ভেঙ্গে ঝাপের মধ্যে লাগানো 'কড়া' খুলে দোকানে রাখা এক লক্ষ টাকার একটি বান্ডিল নিয়ে চলে যায়। দোকানের স্বত্বাধিকারী মামুন মাল জানায় একইস্থানে তার আরও দুটি দামী অ্যান্ড্রয়েড ফোনও ছিল। চোরদল মোবাইল না নিয়ে শুধু নগদ টাকা নিয়ে চলে যায়।

বিষয়টি খুব দ্রুত বাবুরহাট বাজারে ছড়িয়ে পড়ে এবং দিনে-দুপুরে এমন ঘটনায় সকলের মাঝে আতঙ্ক বিরাজ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়