রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ আগস্ট ২০২১, ১৪:৩৭

হাজীগঞ্জে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল চুরি

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল চুরি
প্রতীকী ছবি

হাজীগঞ্জে দুর্ধর্ষ চোরের দল ২২টি ব্যারেলের সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল চুরি করে নিয়ে গেছে। এতে করে মালিকপক্ষের প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর বাজারের ৩ নৈশপ্রহরীকে ব্যবসায়ী সমিতি কার্যালয়ে জিজ্ঞাবাদের জন্য নেয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বাকিলা মধ্যবাজারের মুদি ব্যবসায়ী মামুন বৃহস্পতিবার দিনগত রাত ১১টার দিকে ২২ ব্যারেল সয়াবিন তেল চট্টগ্রাম থেকে কিনে আনেন। প্রতিটি ব্যারেলে ২শ' লিটার তেল রয়েছে, যা পাইকারী কেজি দরে ১৩০ টাকা।

ক্ষতিগ্রস্ত সাত্তার স্টোরের মালিক মামুন মিজি জানান, রাত ১১টার দিকে তেলের ব্যারেলগুলো ট্রাক থেকে নামিয়ে আমি বাড়ি চলে যাই। পরের দিন শনিবার সকালে বাজারে এসে দেখি ২২টি ব্যারেলের মধ্যে একটি ব্যারেলেও তেল নেই।

বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী জানান, ঘটনার পর থেকে বাজার পাহাদার ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এর মধ্য দু' জন একটু অসংলগ্ন কথা বলছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সন্ধ্যায় থানায় এসে অভিযোগ দেবার জন্য বলা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়