শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০১:১৪

মমিনপুরে চোরসহ মালামাল উদ্ধার। টাকা দাবি করায় আটক ৩

সোহাঈদ খান জিয়া
মমিনপুরে চোরসহ মালামাল উদ্ধার।  টাকা দাবি করায় আটক ৩

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রামচন্দ্রপুর ( মমিনপুর) গ্রাম থেকে ড্রেজারের চুরি হওয়া মালামালসহ চোর নোয়াখালী জেলার পারভেজকে স্থানীয় লোকজন আটক করে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে। স্থানীয়রা জানান, ডাকাতিয়া নদী দিয়ে নৌকায় করে পারভেজ চাঁদপুরের উদ্দেশ্য ড্রেজারের চুরিকৃত মালামাল নিয়ে আসে। সে নৌকাটি হাত দিয়ে বেয়ে আসায় তাকে সন্দেহ করা হয়। এবং তাকে ডেকে আনলে নৌকাটি মমিনপুর ফেরিঘাটে ভিড়ানো হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী নৌকায় থাকা ২ টি ব্যাটারি, ২ টি সেল্প ও ১ টি ডায়নামা কচুরিপানা দিয়ে ডেকে রাখে।যার মূল্য ১ লাখ টাকা। পারভেজ বলে হাজীগঞ্জের মিলন চৌধুরীর ড্রেজারের শ্রমিক। তাকে বেতন না দেওয়ার কারণে সে এসব মালামাল চুরি করে নিয়ে আসে বিক্রি করার জন্য। স্নানীয়রা পারভেজের নিকট হতে ড্রেজার মালিকের নাম্বার নিয়ে তাকে খবর দিয়ে এনে মালামাল বুঝিয়ে দিলে মালামাল নিয়ে চলে যায়। পারভেজকে ড্রেজারমালিক মেরে ফেলবে, সে মালিকের সঙ্গে যাবে না বলে রাতে তাকে রাখার জন্য বলে এবং তার পরিবার বর্গের সাথে কথা বলে টাকা নিয়ে এসে তাকে নেওয়ার জন্য বলে।পরে তার দেওয়া ফোন নাম্বারে কথা বলে ৫০ হাজার টাকা চাওয়া হয়।পরে তার পরিবার বর্গ ৯৯৯ ফোন করলে চাঁদপুর মডেল থানার এসআই সামাদ ও এস আই শাহরিন গিয়ে শুক্রবার দুপুরে মমিনপুর চরে বন্ধ হয়ে যাওয়া আর বি এম ব্রিক ফিল্ড থেকে পারভেজকে উদ্ধার করে এসময় সাব্বির মিজি ও মফিজ গাজীকে আটক করে। পরে যে ট্রলার দিয়ে ব্রিক ফিল্ডে যাওয়া হয়েছে সে ট্রলার চালক সুমন গাজীকে ও পুলিশ আটক করে নিয়ে আসে। শনিবার আটক ৩ জনকে আদালতে সোপর্দ করলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।কিন্তু পারভেজকে আটকে রাখার ঘটনায় তার পরিবার বর্গের কেউ না এসে তার শ্বশুর বাড়ি লোক আসে তাকে নেওয়ার জন্য।

এলাকার লোকজন আরো জানান, ড্রেজার মালিক মিলন চৌধুরী এসে রাত প্রায় ১১ টার সময় তার চুরি হওয়া মালামাল নিয়ে যায় । পারভেজ বলে ড্রেজারের মালিক তাকে নিয়ে মেরে ফেলবে। রাতে সে এখানে থাকে। যাদের কাছে পারভেজ ছিলো তাদের সাথে তার কি হয়েছে তা আমাদের জানা নেই। আটক ছেলেরা কখনো খারাপ ধরনের কোন কাজ করতে দেখি না।তারা কেনইবা এ ধরনের কাজ করেছে তা আমরা বলতে পারবো না।হয়তো পারভেজ নিজে বাঁচার জন্য আটকৃত ও তাদের সাথে যারা ছিলো তাদেরকে ফাঁসিয়ে চোরের দায়ভার হতে বাঁচার জন্য আটককৃতদের দিয়ে টাকা দাবি করে পুলিশের সহায়তায় বাচঁতে চেয়েছে। চোর পারভেজকে মালামালসহ আটকের সময় ট্রলার চালক সুমন গাজী ঘটনার সময় ছিলো না। তার ট্রলারে করে পুলিশ এসে তাদেরকে আটক করে। আর এঘটনার মূল কারণ হচ্ছে পারভেজের চুরির ঘটনা থেকে।

এব্যাপারে এস আই সামাদ বলেন, ইটের ভাটা হতে পারভেজকে উদ্ধারসহ ৩ জনকে আটক করি।এস আই মোঃ শাহরিন হোসেন বলেন, আমরা ভিকটিমকে উদ্ধারসহ ৩ জনকে আটক করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়