প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১৮:৫২
ছিনতাইয়ের দুই ঘণ্টার মধ্যেই মোবাইল ফোন উদ্ধার করে দিলো পুলিশ
ছিনতাইয়ের দুই ঘণ্টার মধ্যে মোবাইল ফোন উদ্ধারসহ ছিনতাইকারীদের আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। সোমবার বেলা সাড়ে বারোটার সময় চাঁদপুর পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকার মদিনা শপিং মার্কেটের সামনে সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী প্রাইভেট পড়তে সহপাঠীকে নিয়ে যাবার সময় পেছন থেকে কৌশলে মেয়েটির কলেজ ব্যাগে রক্ষিত মোবাইল ফোনটি ছিনতাই করে ছিনতাইকারী পাচার করে দেয়। সাথে সাথে মেয়েটি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে রাব্বী (২৫) নামে এক ছিনতাইকারীকে ধরে ফেলে।
|আরো খবর
পরে তাকে চাঁদপুর সদর মডেল থানায় সোপর্দ করলে পুলিশের কিলো ওয়ান টিম ওই ছিনতাইকারীকে সাথে নিয়ে মোবাইল ফোনটি উদ্ধারে অভিযান শুরু করে এবং দুই ঘন্টার ব্যবধানে সেটি উদ্ধার করতে সক্ষম হয়।
চাঁদপুর সদর মডেল থানার ডিউটি অফিসার এসআই শাহারিন জানান, ঘটনা জানার পর ওসি'র নির্দেশে ঘটনার পরপর অভিযানে নামে তারা।
দুপুর দুইটার মধ্যে ঘটনাস্থলের পাশের এলাকা থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার ও ছিনতাইকারীকে আটক করা হয়।আটক রাব্বি পাটোয়ারীর বাড়ি শহরের বকুলতলা এলাকায় বলে জানা যায়।
পরে অভিভাবকের উপস্থিতিতে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি কলেজ ছাত্রীর হাতে তুলে দেয় পুলিশ।