প্রকাশ : ০৭ মে ২০২৫, ২০:৫০
নগদ টাকা ও মোবাইল চুরির হোতা শনাক্ত
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।

একটি বিশেষ অ্যাপসের মাধ্যমে চোরের ছবি পাওয়া যায়। এই চোরটিকে কেউ পেলে ধরিয়ে দিন।
চাঁদপুর শহরের ট্রাকরোডস্থ মমতাজ ভিলার চতুর্থ তলার বাসা থেকে ফোন এবং পাশের বাসার অন্য জানালা থেকে নগদ টাকা চুরি করে নিয়ে যায় চোর।
|আরো খবর
মঙ্গলবার (৬ মে ২০২৫) দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, সিসিটিভি ক্যামেরার ফুটেজে চোর শনাক্ত করা গেছে। এই একই ব্যক্তি ২০২৪ সালের ২৯ নভেম্বর বিল্ডিংয়ের সাইড দিয়ে উঠে ৩টা ফোন চুরি করে নিয়ে যায়। যা সিসি ক্যামেরায় ধরা পড়ে।
এছাড়া চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অবস্থিত পাশাপাশি দুই বিল্ডিংয়ের মাঝখানে দেয়াল কিংবা কার্নিশ বেয়ে চোর অনায়াসে টাকা, মোবাইলসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে যায় বলে জানা যায়।