প্রকাশ : ১২ আগস্ট ২০২১, ২৩:৫৭
হাজীগঞ্জে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমান কারেন্টজাল জব্দ
হাজীগঞ্জ বাজারে ১১ কোটি টাকা মূল্যের ৩৩ লাখ মিটার কারেন্ট জাল ও চায়না চাঁই জাল জব্দ করেছে জেলা কোষ্টগার্ড। ১২ আগস্ট বৃহস্পতিবার বিকেল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা করা হয়। অভিযান পরিচালনাকালে বেশ কয়কজন অবৈধ কারেন্ট জালের পাইকারী ব্যাবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ সময় অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট দুই ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।
|আরো খবর
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন থেকে হাজীগঞ্জ বাজারের বনিক পট্টির বিভিন্ন জাল বিক্রির দোকানে অবৈধ কারেন্ট জাল ও চায়না চাঁই, জাল খুচরা ও পাইকারী বিক্রি হয়ে আসছে। এমন খবরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়ে অভিযানে আসে জেলা কোস্টগার্ড। এ সময় বেশ কয়েকটি দোকান ও তাদের গুদামে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ৩৩ লাখ মিটার কারেন্ট জাল চায়না ছাই জাল জব্দ করা হয়,যার আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি টাকা। অভিযান পরিচালনা করেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামূল হাসান, জেলা কোস্টগার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেঃ শামছ । এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী,সাধারন সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ কোষ্টগার্ডের অন্যসকল কর্মকর্তা সদস্য ও হাজীগঞ্জ থানা পুলিশের একটি দল ।
এ বিষয়ে নিবর্বাহী ম্যাজিষ্ট্রেট এনামুল হাছান জানান,আজকে আমরা প্রায় ১১ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল ও চায়না ছাই জাল জব্দ করেছি।