সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ২০:৪৫

চাঁদপুরে ৪ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার ২

মিজানুর রহমান
চাঁদপুরে ৪ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার ২
চাঁদপুর লঞ্চঘাটের নিশবিল্ডিং এলাকায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২ জন।

চাঁদপুর শহরের লঞ্চঘাট যাবার রাস্তার নিশিবিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে চার হাজার পিচ ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা কার্যালয়ের সদস্যরা। সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন জানান, তার সার্বিক তত্বাবধানে ৯ এপ্রিল রোববার দুপুর ২টায় পরিদর্শক বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের নেতৃত্বে তাদের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী নিশি রোডস্থ এলাকায় অবস্থান নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় মোঃ রিফাত হোসেন সাফাত (২৬) গ্রেফতার, পিতা-মোঃ কাজিম আলী প্রঃ কাইজ্জা মিয়া, মাতা-রহিমা বেগম, স্থায়ী সাং-দড়ি সোনাকান্দা, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ ও মোঃ সালমান (২৮) গ্রেফতার, পিতা-মৃত ইসমাইল মিয়া, মাতা-হালিমা বেগম, স্থায়ী সাং-সোনাকান্দা, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জকে ৪ হাজার পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এই দুই মাদক কারবারি ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে চাঁদপুর আসে। এখান থেকে মাদক চালান নৌপথে নারায়ণগঞ্জ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় তাদের আটক করা হয়।

এই বিষয়ে পরিদর্শক বাপন সেন, বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়