প্রকাশ : ২৩ জুন ২০২১, ০৯:০১
ডিবি, বিভিন্ন থানা ও ফাঁড়ি পুলিশের অভিযান
আড়াই হাজার পিচ ইয়াবাসহ ৯ মাদকবিক্রেতা গ্রেফতার
চাঁদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা, চাঁদপুর সদর মডেল থানা, নতুনবাজার ফাঁড়ি, মতলব ও হাজীগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে গত দুদিনে ৯ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আড়াই হাজার পিচ ইয়াবা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
|আরো খবর
জানা গেছে, চাঁদপুর সদর মডেল থানা ২৫ পিচ ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করে। ২২ জুন মঙ্গলবার দুপুর ১২টায় মডেল থানার এসআই ইকবাল হোসেন সঙ্গীয় অফিসার ও সঙ্গীয় ফোর্স শহরের ৬নং ওয়ার্ডস্থ ৩নং কয়লাঘাট পদ্মা ডিপোর গেটের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ সুজন বেপারী (২৬), পিতা দুলাল বেপারী, সাং : উত্তর শ্রীরামদী, (জামতলা, বেপারী বাড়ি), উপজেলা/থানা : চাঁদপুর সদর, হেফাজত হতে ২৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে ২১ জুন দিবাগত রাত সোয়া ১টায় নতুনবাজার পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা চালিয়ে সদর মডেল থানাধীন পৌরসভাস্থ পালপাড়া মোবারক ভিলার সামনে জনৈক মোবারক হোসেনের টিম শেডের পশ্চিম পাশে কক্ষে হতে মাদক ব্যবসায়ী মোঃ জুম্মাত হাসান প্রকাশ নিশাত (২৪), পিতা মৃত আব্দুল লতিফ পাটোয়ারী, স্থায়ী : গ্রাম পালপাড়া (মরিয়ম ভিলা), রায়হান খান প্রকাশ রায়হু (২০), পিতা মোঃ হাবিবুর রহমান খান, গ্রাম রঘুনাথপুর (জাফর খাঁ বাড়ি), বর্তমানে উকিলপাড়া (আবুল মোল্লার ভাড়াটিয়া) ও সাদমান ইসলাম প্রকাশ শিহাব (২১), পিতা এমদাদুল ইসলাম ফরহাদ, উকিলপাড়া (এমদাদুল ইসলামের বাড়ি), থানা চাঁদপুর সদর হেফাজত হতে ৩০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
একই দিন ২১ জুন সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর-এর অফিসার ইনচার্জ টানটু সাহার নেতৃত্বে এসআই মোঃ মোতাহের হোসেন শাহীন, এএসআই নেছার আহমেদ, এএসআই এনায়েত হোসেন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর মডেল থানাধীন সাপদী গ্রাম হতে মাদক বিক্রেতা ফয়সাল শেখ (৩২), পিতা : রফিক শেখ, সাং : ক্লাবরোড, বড়স্টেশন, বর্তমানে সাং : সাপদী (আলী আক্কাস মোল্লার ভাড়াটিয়া)-এর সেমিপাকা বসতঘর হতে দুই হাজার দশ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
২১ জুন রাত পৌনে ১২টায় মডেল থানার এসআই শাহরিন হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে সদর মডেল থানাধীন পৌরসভাস্থ ১২নং ওয়ার্ড উত্তর গুণরাজদী বঙ্গবন্ধু সড়ক মজুমদার বাড়ির সামনের রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ সিয়াম হোসেন (২২), পিতা তাজউদ্দিন মোল্লা, গ্রাম : তরপুরচ-ী (দক্ষিণ তরপুরচ-ী, মোল্লা বাড়ি, ১৩নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভার হেফাজত হতে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।