শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২, ১৪:১৩

ফরিদগঞ্জে কয়েকশ’ কলাগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে কয়েকশ’ কলাগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা

রাস্তার দু’পাশে সারি সারি কলাগাছ। এসব গাছ থেকে প্রাপ্ত ফল বছরের পর বছর ভোগ করতো পাশের হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ স্থানীয়রা। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা শতশত কলাগাছ কেটে সাবাড় করলো। গাছের সাথে এই নির্মম শত্রুতা উদ্ধারের কাজটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পুর্ব পোয়া গ্রামে শনিবার দিনগত রাতে ঘটে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় পুর্ব দাসপাড়ার লোকজন কিছুটা আতংকগ্রস্থ।

জানা গেছে, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালির বাজার-কাটাখালী সড়কের পুর্ব পোয়া গ্রামের দাসপাড়ার সামনে থেকে চৌকিদার বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার পর্যন্ত সড়কের দুই পাশে থাকা কয়েকশত কলাগাছ রাতের আঁধারে কেটে ফেলে দুর্বৃত্তরা।

স্থানীয় পলাশ দাস(৩৮), হারাধন দাস(৬০), বিমল দাস(৪২), মাইনুল ইসলাম (৪২) বাচ্চু (৫৯)সহ স্থানীয় লোকজন জানান, রাস্তার দুই পাশের মাছের ঝিল তারা চাষাবাদ করেন। রোববার (৬ নভেম্বর) সকালে তারা রাস্তায় এসে দুই পাশের কয়েক শত কলাগাছ কেটে ফেলেছে কে বা কারা। তারা গাছের সাথে এমন শত্রুতার ঘটনায় জড়িতদের বিচার দাবী করেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল জানান, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের ব্যবস্থা নেয়া প্রয়োজন। তারা হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ভয়ভীতি দেখানোর জন্য এটি করেছে কিনা তাও তদন্ত হওয়া প্রয়োজন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন জানান, এভাবে শত শত কলাগাছ কেটে ফেলা নিন্দনীয়। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: শহিদ হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কোন লিখিত অভিযোগ এখন পর্যন্ত পাইনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়