প্রকাশ : ৩০ মে ২০২২, ২২:১৪
বাবুরহাট বিসিকে নকল পণ্য উৎপাদন করায় আরিয়ান ফুডকে জরিমানা

চাঁদপুর বাবুরহাট বিসিক শিল্প নগরী এলাকায় অবৈধভাবে ভেজাল ও অনুমোদনহীন খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়।
|আরো খবর
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি এ অভিযান পরিচালনার সময় সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর ( ইন্টিলিজেন্স) মো. এনামুল হক এবং সদর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন। তিনি বলেন, ওই প্রতিষ্ঠানটি বেশ কিছুদিন ধরে ভেজাল ও অনুমোদনহীন খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল।