শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ২০:৪১

ফরিদগঞ্জে ৮ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে ৮ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ফরিদগঞ্জ থানা পুলিশ ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাজুল ইসলাম প্রকাশ দুলাল (৪০) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ ১৭ জুলাই শনিবার বিকালে থানা পুলিশ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা আইলের রাস্তার মোড় হতে তাকে আটক করে।

জানা গেছে, ফরিদগঞ্জ থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পায় ইয়াবার একটি বড় চালান আসছে। সেই মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ পিপিএম-এর নেতৃত্বে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন, ওসি (তদন্ত) বাহার মিয়াসহ পুলিশের একটি বড় ফোর্স অভিযান করে। তারা শনিবার বিকালে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা আইলের রাস্তার মোড় হতে মোঃ তাজুল ইসলাম প্রকাশ দুলাল (৪০), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা- মনোয়ারা বেগম, গ্রাম- সুধীরপুর (০৩নং ওয়ার্ড, বয়াতির বাড়ী), থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী’কে আটক করে।

পরে তাকে তল্লাশি কালে ২০টি এয়ার টাইট নীল রংয়ের প্যাকেট (প্রতিটি প্যাকেটে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট করে মোট ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট) বিশেষভাবে তাহার শরীরের সাথে কস্টেপ দিয়ে আটকানো এবং তাহার কাঁধে থাকা কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর বিশেষভাবে রক্ষিত সাদা পলিথিনের ০২টি প্যাকেটের (প্রতি প্যাকেটে ২ হাজার) মোট ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, সর্বমোর্ট ৮ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য প্রায় ২৪ লক্ষ টাকা উদ্ধার করে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন ইয়াবাসহ আটকের কথা স্বীকার করে বলেন, মোঃ তাজুল ইসলাম প্রকাশ দুলালকে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। পরে ফরিদগঞ্জ থানার এসআই মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্যু নিয়ন্ত্রণ আইনে মামালা দায়ের করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়