প্রকাশ : ১৪ এপ্রিল ২০২২, ০০:০০
‘দিঘি ইজারায় জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেন জাহিদ মেম্বার’
জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ
চাঁদপুর সদর উপজেলার বালিয়া দিঘির টেন্ডার প্রত্যাহারের নামে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বালিয়া আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ইসমাইল হোসেন গাজী তপন ন্যায়বিচার পাওয়ার জন্যে গত ৩ এপ্রিল চাঁদপুরের জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
|আরো খবর
অভিযোগ সূত্রে জানা যায়, বালিয়া মৎস্যজীবী সমবায় সমিতির মাধ্যমে বিধি মোতাবেক ২টি জলাশয় ৩ বছর মেয়াদে ইজারা নেয়া হয়। পার্শ¦বর্তী বাগাদী ইউনিয়নের অকার্যকর বাগাদী মৎস্যজীবী সমবায় সমিতি কখনো ইজারায় অংশগ্রহণ করে না। অথচ এই সমিতির নাম ব্যবহার করে বালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল ইসলাম জাহিদ উক্ত জলাশয় ইজারা নেয়ার জন্যে বেআইনীভাবে আবেদন করেন। জাহিদ মেম্বারসহ সমিতির অধিকাংশ সদস্য মৎস্যজীবী নন। এদিকে ইজারা নেয়ার জন্যে বালিয়া আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতির নামে সিদ্ধান্ত হয়।
গত ২২ মার্চ জাহিদুল ইসলাম জাহিদ মেম্বার বহিরাগত লোকজন নিয়ে উপজেলা নির্বাহী অফিসে ইসমাইল হোসেন গাজী তপনের নিকট হতে জোরপূর্বক একটা সাদা কাগজে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর বালিয়া দিঘি ইজারা টেন্ডার প্রত্যাহার প্রসঙ্গে আবেদন লিখে সহি-স্বাক্ষর নেন এবং বালিয়া দিঘি তাদের নামে ইজারা নিতে আবেদন করেন।
এই জাহিদ মেম্বারের বিরুদ্ধে বালিয়া-রামপুর খালের ওপর বিনা প্রয়োজনে রাস্তা তৈরি করে মাছ চাষাবাদে বিঘœ ঘটানো এবং বিভিন্ন ভাতার কার্ড ও চাল দেয়ার নামে নিরীহ মানুষের নিকট হতে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে ইসমাইল হোসেন গাজী তপন বলেন, জাহিদুল ইসলাম জাহিদ মেম্বার জোরপূর্বক সাদাকাগজে আমার স্বাক্ষর নেয় ইজারা নেওয়ার জন্য। আমি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। জাহিদ মেম্বার আমার মাছ চাষের খালের ওপর প্রয়োজন ব্যতীত রাস্তা নির্মাণ করে মাছ চাষাবাদে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।