বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ১১:৫৩

চাঁদপুর শহরের কদমতলা এলাকায় ছিনতাই

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের কদমতলা এলাকায় ছিনতাই

চাঁদপুর শহরের জনবহুল কদমতলার আবাসিক এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা পুলিশ কর্মকর্তার স্ত্রীর ১ ভরি ওজনের সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় বসবাসরত মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা যায় ১৫ জুলাই বৃহস্পতিবার ডায়াবেটিসে আক্রান্ত পুলিশের সাব ইন্সপেক্টর মানিক মজুমদারের স্ত্রী অনিতা রানী মজুমদার প্রতিদিনের ন্যায় সকালে শহরে হাটতে বের হন। হাটা শেষে সকাল ৮টার দিকে চাঁদপুর পৌর অডিটোরিয়ামের পেছনে কদমতলা এলাকায় থাকা, তার নিজ বাড়ির প্রবেশ রাস্তার গলিতে ঢুকার পর মোটরসাইকেলে থাকা ২ ছিনতাইকারী তার পথ অবরোধ করে দাড়ায়। তারা জানতে চায় এখানে উকিলের বাড়ি কোনটি। মহিলা উত্তর দিতে না দিতেই, এক ছিনতাইকারী পকেট থেকে বড় আকারের ডেগার তার গলায় চেপে ধরে বলতে থাকে চুপ, একদম চুপ গলার চেইন দিয়ে দেয়।

এ ঘটনায় মহিলা আতংকিত হয়ে পড়েন, এই সুযোগে ছিনতাইকারী তার গলার চেইন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে চম্পট দেয়। মহুত্বের মধ্যে ঘটে যাওয়া এঘটনার পর মহিলার স্বাভাবিক অবস্থায় ফিরে এলে, তিনি ডাক চিৎকার শুরু করেন। তার চিৎকারে পাশে থাকা মানুষজন ছুটে আসেন। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এলাকায় বসবাসরত মানুষজন জানমাল রক্ষাসহ আইনশূঙ্খলার যাতে অবনতি না হয়, সে জন্য প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন। ছিনতাইয়ের শিকার পুলিশ কর্মকর্তার পরিবারটি একযুগের ও অধিক সময় ধরে এই এলাকায় বাস করে আসছেন। এলাকাটি একটি সম্রান্ত এলাকা হিসেবে পরিচিত। শহরের জেএম সেনগুপ্ত রোড সংলগ্ন কদমতলার এই এলাকার অধিকাংশ পরিবারই সমাজে ব্যাপকভাবে পরিচিত। এব্যাপারে চাঁদপুর মডেল থানায় মামলা করবেন বলে ছিনতাইয়ের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারটি জানান। তবে ঘটে যাওয়া ঘটনাটি ভিডিও ক্যামেরায় বন্ধী রয়েছে বলে জানা যায়। ভিডিও ফুটেজ থেকে ছিনতাইকারীর ছবি সংগ্রহে ছিনতাইয়ের সাথে জড়িতদের আটক হরা সম্ভব হবে বলে এলাকাবাসী মনে করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়