শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ মার্চ ২০২২, ১৩:০০

মতলবে বালিবাহী ট্রাকচাপায় পথচারী নিহত

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে বালিবাহী ট্রাকচাপায় পথচারী নিহত

চাঁদপুরের মতলব পৌরসভার দিঘলদী আমতলা বাজার এলাকায় বালিবাহী ট্রাকের চাপায় হাসনা বানু (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। ১ মার্চ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, ওইদিন সকালে দিঘলদী আমতলা বাজার সংলগ্ন এলাকায় ট্রাক চালক রাসেল জায়গা ভরাটে বালির কাজ করছিলেন। ওই বৃদ্ধ মহিলা বাড়ি থেকে বেরিয়ে দোকানের দিকে যাচ্ছিলেন। ট্রাক চালক বালি ফেলে ট্রাকটি পিছনে রাস্তায় উঠার পথে পথচারী ওই মহিলা পিছনের চাকায় পিষ্ট হয়। এতে সে মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নিহত বৃদ্ধা দক্ষিণ দিঘলদী গ্রামের দুলাল গাজী বাড়ির মৃত সিদ্দিক গাজীর স্ত্রী। ঘটনার পরপরই চালক রাসেল ট্রাকসহ পলাতক রয়েছে। তার বাড়ি পৌরসভার বরদিয়া এলাকায়। ট্রাকের মালিক একই গ্রামের বৈদ্য বাড়ির মৃত খোরশেদ বৈদ্য খুশুর ছেলে। ট্রাক চালক একই বাড়ির শুক্কুর গাজীর জমি ভরাট করছিল। বিষয়টি স্থানীয় কাউন্সিলর মীমাংসার চেষ্টা করছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, নিহত ওই পথচারী বৃদ্ধার লাশ পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়