প্রকাশ : ২৩ নভেম্বর ২০২১, ১১:৩৪
শ্রীনগর ষোলঘর পুটিমারা রাস্তাটির বেহাল দশা
![শ্রীনগর ষোলঘর পুটিমারা রাস্তাটির বেহাল দশা](/assets/news_photos/2021/11/23/image-9434-1637645846bdjournal.jpg)
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের পুটিমারা গ্রামে ভাঙাচোরা রাস্তা চলাচলের অনুপযোগী । রাস্তাটি পাকাকরণ তো দূরের কথা রাস্তার দু'পাশে মাটি পর্যন্ত নেই। ।রাস্তা দিয়ে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে একটু বৃষ্টি হলেই পথচারীদের দুর্ভোগ পোহাতে হয় বিশেষ করে স্কুলগামী ছাত্র-ছাত্রী বৃদ্ধ মানুষ ছাড়াও রোগীদের দুর্ভোগ পোহাতে হয় ভুক্তভোগীগণ মনে করেন অনতিবিলম্বে রাস্তাটি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ।