প্রকাশ : ১৬ নভেম্বর ২০২১, ২২:১৬
হাজীগঞ্জে ট্রলি উল্টে নির্মাণ ঢালাই শ্রমিক নিহত
![হাজীগঞ্জে ট্রলি উল্টে নির্মাণ ঢালাই শ্রমিক নিহত](/assets/news_photos/2021/11/16/image-9095-1637079525bdjournal.jpg)
হাজীগঞ্জে ট্রলি উল্টে নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে উপজেলার বাকিলা ইউনিয়নের ছয়ছিলা এলাকায়। নিহত শ্রমিক একই উপজেলার হাটিলা টঙ্গির পাড় এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আবুল হাসেম (৬০)। স্থানীয়দের সূত্রে জানা যায়, হাটিলা এলাকার নির্মাণ শ্রমিকের একটি দল ছাঁদ ঢালাইয়ের কাজে যায় বাকিলা ইউনিয়নের ছয়ছিলা-কাপাইকাপ সড়কের মিজি বাড়িতে। সেখান থেকে কাজ শেষে ছোট পিকআপ ট্রাকে করে ফেরার পথে ট্রাকের মধ্যে থাকা ট্রলি উল্টে চাপা পড়ে শ্রমিক আবুল হাসেম। সাথে সাথে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
|আরো খবর
ছয়ছিলা এলাকার ইউপি সদস্য মানিক মিয়াজী বলেন, ট্রলি উল্টে ঢালাই শ্রমিক মারা গেছে এমন বিষয় আমি জেনেছি। হাজীগঞ্জ থানার অফিসারকে ইনচার্জ হারুনুর রশিদ জানান, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রস্ততি গ্রহণ করা হচ্ছে আর এ বিষয়ে কেউ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেবো।