প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ২১:৪৭
মতলব-গৌরিপুর পেন্নাই সড়কে বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ১ : আহত ১০
মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের কানাছোঁয়া এলাকায় মতলব এক্সপ্রেস বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে যায়। এতে পিংকি দাস (১৪) নামের এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় ১০ যাত্রী গুরুতর আহত হয়েছে।
|আরো খবর
১২ অক্টোবর বিকেল ৫টায় দাউদকান্দির কানাছোঁয়া ব্রিকফিল্ডের পাশে মতলব এক্সপ্রেস বাস অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
মতলব এক্সপ্রেস দাউদকান্দি অফিস ও যাত্রীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মতলব এক্সপ্রেস (ঢাকা ঝ ১৪-০২৬২) বাসটি কানাছোঁয়া ব্রিকফিল্ডের কাছে এলে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এ সময় বাসটি গতি হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ইজিবাইকে থাকা যাত্রীদের মধ্যে ১ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। নিহত যাত্রীর নাম পিংকি দাস (১৪)। সে কানাছোঁয়া গ্রামের কার্তিক দাসের মেয়ে।
দুর্ঘটনায় ১০ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে কানাছোঁয়ার শাহ আলমের মেয়ে আন্না (১৩), ফজল হকের ছেলে আবুল হোসেন (৪০)। বাকি যাত্রীদের পরিচয় পাওয়া যায়নি। আহতরা দাউদকান্দি সরকারি হাসপাতাল ও গৌরীপুরের একাধিক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশন জানায়, স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের চিকিৎসা প্রদানের জন্যে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।