প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ১৯:০১
সরকারি ভূমি কোনো ক্রমেই দখল করে রাখা যাবে না : মেয়র আবুল খায়ের পাটওয়ারী
ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, সরকারি ভুমি কোন ক্রমেই দখল করে রাখা যাবে না। একই সাথে পৌর আইন অনুসারে নিদিষ্ট পরিবার জায়গা না রেখে যেসব দোকানমালিক তাদের ভবন নির্মাণ করেছেন তাদেরকেও আইন অনুযায়ী সড়কের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। কারণ জনগণের সুবিধাই মুখ্য জন্য সেখানে গুটি কয়েক লোকের স্বার্থ নয়।
|আরো খবর
তিনি বলেন, আমরা ইতিমধ্যেই ফরিদগঞ্জ পৌর শহরের উত্তর গলির সড়ক নির্মানের লক্ষ্যে কাজ শুরু করেছি। জনগণের কিছুদিন কষ্ট হলেও ইতিমধ্যেই সুপরিসর ড্রেন নির্মাণ করা হয়েছে। এখন সড়কের কাজও কয়েকদিনের মধ্যে শুরু হবে। এসময় তিনি ফুটপাতে অবৈধ ভাবে বসে থাকা এবং সড়কের জায়গা দখল করে রাখা বেশ কয়েকজন দোকানদারকে দ্রুত সরে যাবার জন্য নিদের্শনা দেন।
সোমবার (১১অক্টোবর) দুপুরে ফরিদগঞ্জ পৌর এলাকার উত্তরগলির সড়কের অবস্থা পর্যবেক্ষণ কালে তিনি একথা বলেন। এর আগে তিনি ফরিদগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক জরাজীর্ণ অফিস পরিদর্শন করেন।
এ সময় সাবেক ইউনিয়ন অফিসের ১২শতক ভুমি উদ্ধারের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য আশপাশের লোকজনের সাতে কথা বলেন। পরে তিনি সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তারের সাথে কথা বলেন।
এ সময় পৌরসভার সচিব ও বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এ কে এম খোরশেদ আলম, প্যানেল মেয়র আ: মান্নান পরান, কাউন্সিলর আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।