শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৬:২৪

টিআইবির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারপারসন এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে টিআইবির শোক প্রকাশ

অনলাইন ডেস্ক

ঢাকা, ২২ জানুয়ারি ২০২৬ : টিআইবির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারপারসন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জনাব এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে টিআইবি গভীরভাবে শোকাহত। তার চলে যাওয়ার মধ্য দিয়ে একজন প্রথিতযশা প্রজাতন্ত্রের কর্মচারী, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দেশপ্রেমিক এবং বিশেষ করে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের একজন অকুতোভয় অভিভাবকের জীবনাবসান হলো।

জনাব এম হাফিজ উদ্দিন খান ২০০৪ সালের ডিসেম্বরে টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে যোগ দেন। তিনি ২০০৬ সালের মে থেকে ২০০৯ সালের মে পর্যন্ত কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০৯ সালের ০১ জুন থেকে ২০১১ সালের ২২ এপ্রিল পর্যন্ত বোর্ডের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। এ ছাড়া জনাব খান আমৃত্যু টিআইবির সাধারণ পর্ষদের সদস্য ছিলেন।

‘বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বেগবান ও সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগে জনাব এম হাফিজ উদ্দিন খান অসামান্য অবদান রেখেছেন। টিআইবির কার্যক্রমে তাঁর সুচিন্তিত নীতি-পরামর্শ, মতামত, দিক-নির্দেশনা আমাদের অনুপ্রাণিত করেছে। জনাব খানের অবদান টিআইবির কাছে স্মরণীয় হয়ে থাকবে।’

বিবৃতিতে টিআইবির বোর্ড, ম্যানেজমেন্ট, সাধারণ পর্ষদ, টিআইবির অনুপ্রেরণায় গঠিত সারাদেশের সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) ও টিআইবি সদস্যদের পক্ষ থেকে জনাব এম হাফিজ উদ্দিন খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।--সংবাদ বিজ্ঞপ্তি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়