প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০০:১০
কুমিল্লা জেলা বইমেলা সমাপ্ত

জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত কুমিল্লা জেলা বইমেলা-২০২৫ উপলক্ষে আলোচনা সভা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) কুমিল্লা টাউনহল মাঠে বইমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক ও ঢাকা জাতীয় গ্রন্থকেন্দ্র উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার।
অনুষ্ঠানে আলোচক হিসেবে আলোচনা করেন লেখক ও গবেষক প্রফেসর শান্তিরঞ্জন ভৌমিক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী। সবশেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।








