বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:০৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-জনতার বিক্ষোভ: গুপ্তহত্যার প্রতিবাদে বিচার দাবি

অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-জনতার বিক্ষোভ: গুপ্তহত্যার প্রতিবাদে বিচার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-জনতার বিক্ষোভ: গুপ্তহত্যার প্রতিবাদে বিচার দাবি প্রতিবেদক : মোঃ জাহিদুল ইসলাম সুমন খন্দকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া তিন শিক্ষার্থীর গুপ্তহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মিছিলটি শুরু হয়। ব্যানারে লেখা ছিল, **‘জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আগ্রাসনবিরোধী আন্দোলনের তিন সহযোদ্ধার গুপ্তহত্যার প্রতিবাদ ও বিচারের দাবি।’

সম্প্রতি দুর্বৃত্তদের হাতে প্রাণ হারান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহান এবং অজ্ঞাতনামা একজন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে শিক্ষার্থীদের মিছিলটি ভিসি চত্বর ও হল এলাকা ঘুরে আবার রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের বলেন, **‘স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখানো বিপ্লবীদের আজ হত্যা করা হচ্ছে। অথচ সরকার নির্বিকার। এটা আমাদের ভবিষ্যতের জন্য অশনিসংকেত। আমরা স্পষ্ট করে জানাতে চাই, গুপ্তহত্যার মাধ্যমে আমাদের দাবিয়ে রাখা যাবে না।’

অপর এক বক্তা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মঞ্জু বলেন, **‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করা হলে আমরা আরও কঠোর কর্মসূচি দেব।’

সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মাত্র ছয় দিনের ব্যবধানে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজন হত্যার শিকার হয়েছেন। এ পরিস্থিতি আমাদের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতাকে প্রকাশ করছে।’

তিনি আরও বলেন, **‘গাজীপুরে তাজবির হত্যার ঘটনায় শিক্ষার্থীরা চার দফা দাবি উত্থাপন করেছেন, যা ন্যায্য ও বাস্তবসম্মত। ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হলেও এখনো প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন এবং রাজধানীসহ সারা দেশে টহল জোরদার করুন, যাতে আর কোনো তরুণ এভাবে প্রাণ হারাতে না হয়।’

বিক্ষোভে উপস্থিত শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে সোচ্চার থেকে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়