প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৭
শাহরাস্তিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইকে মেরে আহত
শাহরাস্তিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইকে মেরে আহত করেছে আরেক ভাই। শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী গ্রামে এ ঘটনা ঘটে।
|আরো খবর
পরিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গোপাল বাড়ির মৃত রহিম মাস্টারের ছেলে মোঃ জালাল উদ্দিনের ছাগল নিয়ে বিতর্কের এক পর্যায়ে বড় ভাই জাহাঙ্গীর আলম জালাল উদ্দিনের স্ত্রী ও সন্তানদের মারতে এগিয়ে আসে।
জালাল উদ্দিন সংবাদ পেয়ে বাড়িতে আসলে বড় ভাই জাহাঙ্গীর আলম কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই জালাল উদ্দিনকে এলোপাথাড়ি মারতে থাকে স্থানীয় লোকজন এ দৃশ্য দেখে জালাল উদ্দিনকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
বর্তমানে জালাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জালাল উদ্দিন জানান, ইতিপূর্বেও তার ভাই তাকে মারধর করেছে, তাকে বাড়ি থেকে উচ্ছেদ করতে একের পর এক হামলা করে যাচ্ছে তার ভাই।