সোমবার, ২১ অক্টোবর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১২:৫২

বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন

মো: জাকির হোসেন
বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন
বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন - প্রতীকী

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে আগুন লেগেছে। এতে আতঙ্কিত ছড়িয়ে পড়ে রোগী ও তাদের স্বজনদের মধ্যে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৩ অক্টোবর) সকাল ১০টায় হাসপাতালের মেডিসিন বিভাগে এই ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করেছে। এছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবীরাও আগুন নেভাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এগিয়ে এসেছে।

হাসপাতালের উপ-পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন জানান, সকাল ১০টায় হাসপাতালের নিচতলায় বৈদ্যুতিক সার্কিট বোর্ডে শর্ট সার্কিট থেকে ধোঁয়া বের হতে থাকে। তীব্র ধোঁয়া হাসপাতাল ভবনের পুরো পাঁচতলায় ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের লোকজন এসে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করাসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ধোঁয়া বের হওয়া বন্ধ হয়নি।

তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে সেখানে থাকা প্রায় ৫ শ’ রোগীকে সরিয়ে নেয়া হয়। বর্তমানে রোগীদের হাসপাতালের বাইরে মাঠে রাখা হয়েছে। তাদের হাসপাতালের পুরোনো ভবনে নিয়ে চিকিৎসা চালিয়ে নেয়া ব্যবস্থা করা হচ্ছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি হাসপাতালের উপ-পরিচালক।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজন শামিম আহম্মেদ বলেন, ধোঁয়ায় সব আচ্ছন্ন হয়ে যাওয়ার পর রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই তাড়াহুড়ো করে বাইরে বের হয়ে আসতে থাকে।

তিনি আরো বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

তথ্যসূত্র : নয়া দিগন্ত

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়