প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৭
পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন আহত
সোহাঈদ খান জিয়া
![পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন আহত](/assets/news_photos/2021/09/10/image-5426-1631274671bdjournal.jpg)
চাঁদপুর -কুমিল্লা মহাসড়কে সড়ক দুর্ঘটনা ১ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুরে।
|আরো খবর
জানাযায়, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুর সদরের পল্লী বিদ্যুৎ এলাকায় অটোবাইক ও মোটর সাইকেলের সংঘর্ষ হয়।
এ সময় অটোবাইকের চালক স্বপন হাজী( ৬০) মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর আড়াইশ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার মুখে বেশি আঘাত পেয়েছে বলে জানা যায়।