প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৮
রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের ৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
![রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের ৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন](/assets/news_photos/2021/09/08/image-5286-1631106129bdjournal.jpg)
রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল-এর ৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর ভিলেজ রেস্টুরেন্ট আগ্রাবাদে সম্পন্ন হয়। এতে রোটারি ডিস্ট্রিক-৩২৮২, বাংলাদেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক কনফারেন্স ২০২২ চেয়ার পিপি মাহফুজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক এক্সিকিউটিভ সেক্রেটারি পিপি সানিউল ইসলাম জুয়েল, এসিস্ট্যান্ট গভর্নর পিপি জামাল উদ্দিন আহমেদ, রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল স্পনসর ক্লাব রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের চাটার্ড প্রেসিডেন্ট রোটাঃ মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল হাকিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে ৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে কার্যক্রম পরিচালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রেইনার রোটারিয়ান মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু , এসিস্ট্যান্ট গভর্নর পিপি রোটাঃ ফখরুল আলম পাটোয়ারী বিপু, পিপি রোটাঃ মোঃ মাসুদুর রহমান খান, আই পিপি এডভোকেট আরশাদুর রহমান রিটু ,সেক্রেটারি রোটাঃ মোহাম্মদ নুরুদ্দিন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মাসুদুর রহমান মজুমদার, ট্রেজারার রোটাঃ ওমর মোত্তাকিন মুহিত, ক্লাব ফাউন্ডেশন ডাইরেক্টর রোটাঃ আবুল কালাম আজাদ তুহিন, ক্লাব সার্ভিস ডাইরেক্টর রোটাঃ মোহাম্মদ কাজী কামরুল ইসলাম চুন্নু, রোটাঃ সোহেল রানা, রোটাঃ প্রদ্যুৎ কুমার সাহা, জয়েন্ট সেক্রেটারি রোটাঃ ফারজান নাহার ফাতিমা , রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির রোটাঃ মিন্টু ইব্রাহিম, রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল এর ভাইস প্রেসিডেন্ট প্রোফেসর রোটাঃ মোঃ আলাউদ্দিন, ক্লাব ট্রেজারার রোটাঃ সন্তোষ কুমার ভৌমিক, অতিথি সারজিনা কাদেরসহ ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।
|আরো খবর
রধান অতিথি ডিস্ট্রিক কনফারেন্স চেয়ার পিপি মাহফুজুল হক বলেন, ইম্পেরিয়াল ক্লাব সদস্যরা পাঁচ বছর ধরে ডিসট্রিকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ডিসট্রিক গ্ৰান্ট ম্যানেজমেন্ট সেমিনার, ইন্টার্ক্ট ক্লাব, নতুন একটি রোটারি ক্লাব প্রতিষ্ঠাতা করে। অ্যাসিস্ট্যান্ট গভর্নর জামাল উদ্দিন আহমেদ বলেন করোনা কালীন সময়ে মাস্ক ব্যবহার করতে ও যেসকল লোক টিকা গ্ৰহন করেছেন তাদের মধ্যে সকলকে মাস্ক পড়ার গুরুত্ব আরোপ করেন। রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল অনেক ভালো কাজ করার জন্য ধন্যবাদ জানান।