প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:০০
চাঁদপুরে জোয়ারে মেঘনার পানি বিপদসীমার উপরে প্রবাহিত
চাঁদপুরে ভাদ্র মাসের অমাবস্যার জো'র প্রভাবে মেঘনার পানি জোয়ারের সময় বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে এ জেলার চাঁদপুর সদর,হাইমচর,মতলব চরাঞ্চলসহ নদীতীরবর্তী শহরের নিচু এলাকা এবং বহু গ্রামেরর রাস্তাঘাট,ফসলি জমি পানিতে ডুবে গেছে। তবে জোয়ারে পানি বাড়লেও ভাটার সময় সেই পানি আবার নেমেও যাচ্ছে।
|আরো খবর
চলতি বর্ষা মওসুমের গত দুই দিন সোম ও মঙ্গলবার চাঁদপুরের নদনদীতে বৈকালিন জোয়ারে অস্বাভাবিক পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড,চাঁদপুর কার্যালয়ের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন জানান,৭ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যার জোয়ারে মেঘনার পানি বিপদসীমার ৫২ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হয়েছে। মঙ্গলবার মেঘনায় জোয়ারের পানি সর্বোচ্চ ৪.৫২ সে. মি. ও ভাটায় সর্বনিম্ন ৩.৩১ সে.মি. রেকর্ড করা হয়। এতে চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের বাইরের নিচু এলাকা এবং চরাঞ্চল প্লাবিত হয়েছে।
উজানের পাহাড়ি ঢল ও ভাদ্র অামাবশ্যার সৃষ্ট জো'র চাপে জোয়ারে এই পানি বৃদ্ধি পায়েছে।এতে বন্যার আশঙ্কা ননেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের ওই কর্মকর্তা।
এদিকে ডাকাতিয়া নদীতে পানি বৃদ্ধির কারণে শহরের পুরান বাজার কলেজ সড়ক, মৈশালবাড়ি, মক্কা মিল রাস্তা তলিয়ে যায়।এছাড়া শহরের অন্যান্য নিচু অনেক এলাকায় জোয়ারের পানি উঠেছে। হাইমচরে শত শত পরিবার পানি বন্দি হয়ে পড়েছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন।