প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:২৯
সীতাকুণ্ডস্থিত শঙ্কর মঠের শতবর্ষ পূর্তিতে প্রস্তুতি সভায় অ্যাডঃ তাপস চন্দ্র সরকার
![সীতাকুণ্ডস্থিত শঙ্কর মঠের শতবর্ষ পূর্তিতে প্রস্তুতি সভায় অ্যাডঃ তাপস চন্দ্র সরকার](/assets/news_photos/2021/09/05/image-5097-1630855934bdjournal.jpg)
আসছে ১৬ ও ১৭ নভেম্বর মঙ্গলবার ও বুধবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডস্থিত শঙ্কর মঠের শতবর্ষ পূর্তি ও শ্রী শ্রী বিশ্বনাথ মন্দিরের দ্বারোদঘাটন ও রুদ্রাভিষেক উপলক্ষে গত ৩ সেপ্টেম্বর শুক্রবার প্রস্তুতিমূলক সভায় ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার কৃতী সন্তান বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দৈনিক চাঁদপুর কন্ঠের কুমিল্লা প্রতিনিধি এবং সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনের সদস্য এডভোকেট তাপস চন্দ্র সরকার।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলার হাইমচর উপজেলা শাখার সভাপতি সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনের আজীবন সদস্য বিবেক লাল মজুমদার, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাধীন লামচরী ব্রহ্মানন্দ যোগাশ্রম এর সদস্য রাধেশ্যাম সরকার ও বিপ্লব সরকারসহ বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলা হতে আগত সহস্রাধিক ভক্ত-শ্রোতা ও অনুসারী।এতে পুরোহিত্য করেন- শঙ্করমঠের শতবর্ষপূর্তি, শ্রী শ্রী বিশ্বনাথ মন্দিরের দ্বারোদঘাটন ও রুদ্রাভিষেক উদযাপন পরিষদের চেয়ারম্যান এবং শঙ্কর মঠ ও মিশনের পঞ্চম অধ্যক্ষ পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।