প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩২
চাঁদপুরে একমাসে ট্রেনে কাটা পড়ে ৫ ব্যক্তির মৃত্যু
![চাঁদপুরে একমাসে ট্রেনে কাটা পড়ে ৫ ব্যক্তির মৃত্যু](/assets/news_photos/2021/09/04/image-5028-1630762470bdjournal.jpg)
এক মাসে চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে ১ নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এরা সকলেই ট্রেনের নিচে ঝাপ দিয়ে পড়ে আত্মহত্যা করে। এ নিয়ে পৃথক পৃথক ৫ টি অপমৃত্যু মামলা হয়েছে। রেলওয়ে জিআরপি থানা সূত্রে জানাযায়, গত আগস্ট মাসে একজন নারীসহ ৫ জন আত্ম হত্যা করে।
|আরো খবর
এদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে এবং তাদেরকে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বাকী ৩ জনের পরিচয় না পাওয়ায় ময়না তদন্ত শেষে আন্জুমানে দাফন করা হয়েছে। এ ব্যাপারে চাঁদপুর জিআরপি থানার ওসি মুরাদ উল্যা বাহার বলেন, আগস্ট মাসে ট্রেনে কাটা পড়ে ৫ জন মারা যায়। এদের মধ্যে ২জনের পরিচয় পাওয়ায় ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।বাকী ৩ জনের লাশ ময়না তদন্ত শেষে আঞ্জুমানে দাফন করা হয়েছে।
নিহতের ঘটনায় সবগুলো ইউডি মামলা হয়েছে। ইদানিং ট্রেন দুর্ঘটনা বেশি হচ্ছে। মানুষ সচেতন না। স্টেশন ও রেলপথ অরক্ষিত। চাঁদপুর বাদে ও বিভিন্ন স্থানে ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।