শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩২

চাঁদপুরে একমাসে ট্রেনে কাটা পড়ে ৫ ব্যক্তির মৃত্যু

সোহাঈদ খান জিয়া
চাঁদপুরে একমাসে ট্রেনে কাটা পড়ে ৫ ব্যক্তির মৃত্যু

এক মাসে চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে ১ নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এরা সকলেই ট্রেনের নিচে ঝাপ দিয়ে পড়ে আত্মহত্যা করে। এ নিয়ে পৃথক পৃথক ৫ টি অপমৃত্যু মামলা হয়েছে। রেলওয়ে জিআরপি থানা সূত্রে জানাযায়, গত আগস্ট মাসে একজন নারীসহ ৫ জন আত্ম হত্যা করে।

এদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে এবং তাদেরকে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বাকী ৩ জনের পরিচয় না পাওয়ায় ময়না তদন্ত শেষে আন্জুমানে দাফন করা হয়েছে। এ ব্যাপারে চাঁদপুর জিআরপি থানার ওসি মুরাদ উল্যা বাহার বলেন, আগস্ট মাসে ট্রেনে কাটা পড়ে ৫ জন মারা যায়। এদের মধ্যে ২জনের পরিচয় পাওয়ায় ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।বাকী ৩ জনের লাশ ময়না তদন্ত শেষে আঞ্জুমানে দাফন করা হয়েছে।

নিহতের ঘটনায় সবগুলো ইউডি মামলা হয়েছে। ইদানিং ট্রেন দুর্ঘটনা বেশি হচ্ছে। মানুষ সচেতন না। স্টেশন ও রেলপথ অরক্ষিত। চাঁদপুর বাদে ও বিভিন্ন স্থানে ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়