প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ১৫:৩৮
মৎস্য সপ্তাহের ৩য় দিন জেলা টাস্কফোর্সের বিশেষ অভিযান
মেঘনায় ১ লক্ষ মিটার কারেন্ট জালসহ ৩ জেলে আটক (ভিডিও দেখুন)
আজ ৩০ আগস্ট সোমবার সকাল ৯টা হতে দুপুর ১ টা পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের তত্বাবধানে জেলা টাস্কফোর্সের সমন্বয়ে চাঁদপুর মোহনার আওতাধীন নৌ এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে ।
|আরো খবর
স্টেশন কমান্ডার চাঁদপুর লেঃ এম সাদিক হোসেনের এক্স বিএন নেতৃত্ব বাংলাদেশ কোস্টগার্ডের ০৪ টি হাইস্পিডবোট যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃগোলাম মেহেদী হাসান, চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃউজ্জ্বল হোসেন, ওসি নৌপুলিশ মোঃ মোজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালীন সময় নদীতে পাতানো অবস্থায় প্রায় ১ লক্ষ মিটার কারেন্ট জালসহ ০৩ জেলেকে আটক করা হয়।পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন কর্তৃক মোবাইল কোর্ট বসিয়ে ০৩ জন জেলেকে ৫০০/- টাকা করে ১৫০০/- টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয় এবং জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।