রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ০১:৩০

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি-১৯ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি-১৯ জনের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে বিকেল পাঁচটার দিকে বালু বোঝাই ট্রলার এর সঙ্গে যাত্রীবোঝাই ট্রলারের সংঘর্ষে যাত্রী বোঝাই ট্রলার ডুবে যায়। রাত ৯ টায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ্দৌলা খান জানান এ পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৪০ জনেরও বেশি যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। ডুবে যাওয়া ট্রলারের যাত্রী আলী আক্তার রিজভী বলেন, বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয় বিকেল সাড়ে চারটার দিকে। পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রলার এর সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রী বোঝাই ট্রলারটি ডুবে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়