প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ১০:১৬
হাজীগঞ্জে আগুনে পুড়ল দোকান, ৬ লাখ টাকার ক্ষতি
হাজীগঞ্জ উপজেলায় সুমন দাস নামে এক যুবকের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোর রাতে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর (উত্তর) ইউনিয়নের পূর্ব গন্ধর্ব্যপুর পুর গ্রামে বড় বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দোকানের মালিক গন্ধর্ব্যপুর গ্রামের শৈলন দাসের ছেলে সুমন দাস। ২৩ আগস্ট সোমবার সকালে স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহম্মদ হিরা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
|আরো খবর
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক সকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়েছি। উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।