প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ০২:০২
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পৌরসভার উত্তর জলদী বড়ুয়া পাড়া হতে পুলিশ শ্রাবন্তী বড়ুয়া রিমু (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ।
|আরো খবর
শুক্রবার দিবাগত রাত ১১টায় এ ঘটনা ঘটে। বাঁশখালী থানার এসআই মাহবুবুর রহমান দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেন। এরপর ময়না তদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল কবীর বলেন, বাঁশখালী পৌরসভার বড়ুয়া পাড়ার এক গৃহবধূ ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় বাঁশখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।