প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ১৬:০০
১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ দাসদী ইউনিটের উদ্যোগে শোক দিবস পালন
চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত দবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও জেলা সচিব সমিতির সাবেক সভাপতি আবদুল কাদের মিয়ার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে ১৫ ই আগস্ট রোববার বাবুরহাট মডেল টাউন বাইতুল হেরাম ইউনুছিয়া জামে মসজিদে বাদ জোহর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। উক্ত মিলাদ ও দোয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে মাগফেরাত কামনায় ও করোনাভাইরাসে গত কয়েকদিনে ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মোঃ মনির গাজী, ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ হোসেন শেখ, মোঃ মানিক খান, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক পাটওয়ারী, ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য মোঃ খোকন মেম্বার, মোহাম্মদ আলী ভবু গাজী,ইদ্রীছ মিজি, আবুল কালাম শেখ, মোঃ শুক্কুর পাটোয়ারী, মোস্তফা মিয়া, খালেক বেপারী সহ ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী ও মসজিদে উপস্থিত মুসল্লিগণ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা বিল্লাল হোসেন ও মাওলানা আব্দুল করিম।