প্রকাশ : ১০ আগস্ট ২০২১, ১৯:৩৩
ক্যান্সার আক্রন্ত স্কুল ছাত্রীর পাশে চট্টগ্রাম সাগরিকা রোটারী ক্লাব
![ক্যান্সার আক্রন্ত স্কুল ছাত্রীর পাশে চট্টগ্রাম সাগরিকা রোটারী ক্লাব](/assets/news_photos/2021/08/10/image-3321-1628602512bdjournal.jpg)
জীবন বদলে দেওয়ার মূলমন্ত্রে সমাজসেবার মানবিক র্কাযক্রমের অধীনে ক্যান্সার আক্রান্ত এক স্কুল ছাত্রীর পাশ্বে দাড়ল চট্টগ্রাম সাগরিকা রোটারী ক্লাব। এই ছাত্রীর থেরাপির জন্য তার অভিভাবকের হাতে নগদ টাকা তুলে দেন ক্লাব সভাপতি রোটারিয়ান এনামুল আজিজ চৌধুরী। তিনি আল্লাহর দরবারে এই ছাত্রীর রোগ মুক্তি কামনা করেন।
|আরো খবর
রোটারিয়ান এনামুল আজিজ চৌধুরী বলেন রোটারিয়ানরা সব সময় মানবিক কাজে এগিয়ে আসে। সাগরিকা রোটারী ক্লাব প্রতি বছরের ন্যায় এ বছরও ক্লাব সদস্যদের সহযোগিতায় সমাজসেবামূলক র্কমকান্ড চালিয়ে যাবে। এ সময় আরও উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান মোহাম্মদ আলী ফখরি, পিপি রোটারিয়ান আজিজুল হক।