প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ২২:০৫
শ্রীনগরে এক পশলা বৃষ্টি কৃষকের মাঝে স্বস্তি
১৫ মার্চসকাল ১০ঃ৫০ হতে ১১ টা পর্যন্ত
দীর্ঘ প্রতীক্ষার পরএক পশলা বৃষ্টি হওয়ায় কৃষক
স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন।
কৃষক আব্দুর রাজ্জাক এ প্রতিনিধিকে জানান,অল্প কিছুক্ষণ মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে বোরধানের চারা,আম, কাঠালের মুকুল সহ সকল প্রকার শাক-সবজিওফসলের উপকার হবে
এটুকু বৃষ্টিতেই,বোরো ধানের চারাতে সেচের পানিওকম লাগবে ধানের চারা ও ধান ভালো হবে এজন্য
তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
শিশু কিশোরদেরএ সময়
বৃষ্টিতে ভিজে আনন্দ করতে দেখা গেছে।