প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ১৮:৫৪
কচুয়া কল্যাণ সংঘের অক্সিজেন সিলিন্ডার ও নগদ অর্থ প্রদান
কচুয়া কল্যাণ সংঘের উদ্যোগে বেসরকারি সামাজিক সংগঠন আলোর মশাল সামাজিক যুব সংগঠনকে করোনা রোগীদের সেবায় কাজ করার জন্য ১টি অক্সিজেন সিলিন্ডার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
|আরো খবর
০১ আগস্ট রবিবার কচুয়া কল্যাণ সংঘের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ রুহুল আমিন চৌধুরী আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক সায়েমের নিকট এ অক্সিজেন সিলিন্ডার ও নগদ অর্থ হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল মবিন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, সনতোষ চন্দ্র সেন, আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত সুমন প্রমুখ।