প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১৮:৩৬
করোনায় মারা গেলেন অবসরপ্রাপ্ত রেল প্রকৌশলী কাজী মিজান
বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত প্রকৌশলী কাজী মো: মিজানুর রহমান (৬০) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে......রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল কাজী বাড়ির মৃত কাজী ওমর আলীর সন্তান।
|আরো খবর
সম্প্রতি তিনি নিজ বাড়িতে অসুস্থ বোধ করলে গত শনিবার চাঁদপুর জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য স্যাম্পল দেন। পরের দিন রোববার তার রিপোর্ট পজিটিভ আসলে সেদিনই তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন রাতে তার অবস্থার অবনতি হলে ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে নেয়া হয়। এরপরআরো উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর ইমপালস্ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল সাড়ে তিনটায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতেই প্রকৌশলী মো: মিজানুর রহমানকে বলাখাল কাজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।