প্রকাশ : ০৫ জুলাই ২০২২, ১৭:৩৩
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে গেছে
চাঁদপুরের ফরিদগঞ্জে একটি বসতঘরসহ মোট চারটি ঘরে আগুন লেগে পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।
|আরো খবর
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উপজেলার ৪ নং সুবিদপুর ইউনিয়নের ওয়াফদা রাস্তার দক্ষিণ পাশে মাল বাড়ির সিএনজি ড্রাইভার দেলোয়ার হোসেনের বসতঘরে সকাল ১০ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি বলেন, সকাল ১০ টার সময় দেলোয়ারের বাড়িতে আগুন লেগেছে এমন ডাক চিৎকার শুনতে পাই। পরে আমরা অর্ধশতাধিক ব্যক্তি এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। কিন্তু কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ততক্ষণে দেলোয়ারের চৌচালা ঘর একটা, দোচালা ঘর একটা, একচালা ঘর দুইটা পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ঘরে থাকা স্টিলের আলমারি দুইটা, শোকেস একটা, কেবিনেট একটা, খাট চারটা, ফ্রিজ একটা শহ ঘরের যাবতীয় আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে যায়।
অন্যদিকে প্রত্যক্ষদর্শী আরো অনেকে জানান, আমরা শত চেষ্টা করেও কোনভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারি না। ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আবার বারণ করে দিয়েছি। তাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে।
অন্যদিকে সহায়-সম্বল সব হারিয়ে পাগলের মত হাউমাউ করে কান্না করতে দেখা গেছে দেলোয়ার স্ত্রী শাহানাকে। এছাড়া হতভম্ব দেলোয়ারের সাথে কথা হলে তিনি বলেন, তার জীবনের উপার্জিত সব শেষ হয়ে গেল। তারা দুই সন্তান, স্বামী-স্ত্রী, মা-বাবা এবং ছোট দুটি ভাই নিয়ে এখন তিনি নিঃস্ব। আজকের পর থেকে তিনি কোথায় থাকবেন, কোথায় খাবেন সে জায়গাটুকুও তার নাই। সিএনজি স্কুটার কিনেছেন ঋণ নিয়ে।
এ করুণ পরিস্থিতিতে তিনি সকলের নিকট সহযোগিতা কামনা করেছেন।