শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ২১:০২

ডাকাত ধরতে ও মালামাল উদ্ধারে অভিযান চালাচ্ছে নৌ পুলিশ

অনলাইন ডেস্ক
ডাকাত ধরতে ও মালামাল উদ্ধারে অভিযান চালাচ্ছে নৌ পুলিশ

শরীয়তপুর ফেরিঘাট থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী ট্রলারে ডাকাতির ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে চাঁদপুর থানায় মামলা রুজু হচ্ছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাহিদুল ইসলাম।

তিনি জানান, আটককৃতদের সাথে নিয়ে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য ডাকাতদের ধরতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে। নৌ এসপি সহকারে গতকাল ১৯ জুলাই বিভিন্নস্থানে তারা অভিযান করেছেন।

১৮ জুলাই বিকেল সাড়ে চারটায় ইব্রাহিমপুর চরের মেঘনা নদীতে ঈদগাহ ফেরিঘাটের একটি ট্রলার চাঁদপুর শহরের পুরাণবাজারের দিকে আসার পথে স্পীডবোট নিয়ে সশস্ত্র ডাকাত দল হামলা করে ট্রলারে থাকা যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়ে যায় এ বেদনায় এই ঘটনায় যাত্রীরা ট্রলার মাঝি ও সহকারীকে সন্দেহ করে দুজনকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।

অপরদিকে ডাকাতির খবর পেয়ে নরসিংহপুর নৌ ফাঁড়ি পুলিশ অভিযান করে স্থানীয় লোকজনের সহায়তায় আরও দু ডাকাতকে ধরতে সক্ষম হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত স্পীডবোট জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়