প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ২০:২৯
পুরাণবাজারে পিকআপ উল্টে ৭ পথচারী আহত
![পুরাণবাজারে পিকআপ উল্টে ৭ পথচারী আহত](/assets/news_photos/2022/01/02/image-11513-1641133965bdjournal.jpg)
চাঁদপুর শহরের পুরাণবাজার ব্রিজের গোড়ায় জ্বালানি তেল বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় চালকসহ ৭ পথচারী আহত হয়েছে। ২ জানুয়ারি রোববার সকালে মারাত্মক এই দুর্ঘটনাটি ঘটে।
|আরো খবর
প্রত্যক্ষদর্শীরা জানান, শহর থেকে ড্রাম ভর্তি জ্বালানি তেল নিয়ে পিকআপটি ব্রিজ পার হয়ে পুরানবাজার অংশে নামার সময় চালক হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি উল্টে গিয়ে সামনের দোকানে আঘাত করে। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী জামাল, অলিউল্লাহ, দেলোয়ার গাজী, মঞ্জিল মাঝি, সুরাইয়া বেগম, আলী হোসেন গাজী নামে পথচারীরা কমবেশি আহত হয়। আহতদের লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির থেকে রক্ষা পেয়েছেন ঘটনার সময় দাঁড়িয়ে থাকা লোকজন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার-সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া যায়। জ্বালানি তেলের ড্রাম নিয়ে ফরিদগঞ্জ যাচ্ছিল।