প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ১৯:২২
বুড়িচংয়ের পীরযাত্রাপুরে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল
![বুড়িচংয়ের পীরযাত্রাপুরে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল](/assets/news_photos/2021/12/27/image-11169-1640611515bdjournal.jpg)
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর উত্তর-পশ্চিম পাড়া মরহুম দুধু মিয়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল গত ২৬ ডিসেম্বর রোববার বাদ জোহর থেকে শুরু হয়ে রাত সাড়ে ৭টায় সম্পন্ন হয়েছে। পীরযাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. জাকির হোসেন জাহেরের সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান হিসেবে ছিলেন শাইখ আল্লামা ছৈয়দ মোকাররম বারী।
|আরো খবর
প্রধান বক্তা হিসেবে ছিলেন আল্লামা মুফতি ছৈয়দ সাইফুল ইসলাম বারী এবং বিশেষ মেহমান হিসেবে ছিলেন ক্বারী মো. মোসাদ্দেক মোরশেদ, বুড়িচং দরবার শরীফের পীর শায়খ হযরত মাও. আবদুল জব্বার সহ দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ। মাহফিল পরিচালনা ছিলেন-পীরযাত্রাপুর দুধু মিয়া জামে মসজিদের খতিব ক্বারী শেখ মুহাম্মদ মিনহাজুল আবেদীন ছফভী। এসময় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।