প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২১, ১৯:৪৯
হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের নির্বাচনি ব্যানার অপসারণ
হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কমপক্ষে অর্ধশত ব্যানার অপসারণ করেছে। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ৩টি ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন ডালিম।
|আরো খবর
আসছে ২৬ ডিসেম্বর হাজীগঞ্জের ১১টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা তাদের স্ব- স্ব প্রতীক ও ছবি সম্বলিত ব্যানার টানায়। নির্বাচন কমিশন কর্তৃক বেঁধে দেয়া নির্দিষ্ট মাপের ছেয়ে বড় ব্যানারগুলো অপসারণ করে এই আদালত।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মেজবাহ জানান,এসব এলাকার চেয়ারম্যান প্রার্থীরা নির্দিষ্ট মাপের ছেয়ে বড় ব্যানার টানানোর দায়ে থানা সাধারণ ডায়েরি করা হয়। সেই আলোকে আজকে হাজীগঞ্জের বাকিলা, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন ও ৫ নং সদর ইউনিয়নে কমপক্ষে অর্ধশত ব্যানার অপসারণ করা হয়েছে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন ডালিম জানান, আজকে আমরা ব্যানার অপসারন করছি, সামনের দিকে জেল জরিমানা করা হবে।