প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ১২:৫৯
চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলার উদ্বোধন
চাঁদপুর মুক্ত দিবসে চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা শুরু হলো। ৮ ডিসেম্বর সকালে চাঁদপুর আউটার স্টেডিয়ামে বিজয়মেলার মঞ্চের পাশে জাতীয় পতাকা এবং মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয়মেলা উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এবং মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী।
|আরো খবর
পরে প্রধান অতিথি এবং উদ্বোধকসহ অন্য অতিথিরা চাঁদপুর মুক্ত দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিজয়মেলা মঞ্চে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজয় মেলা স্টিয়ারিং কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ। মেলার উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মেয়র আবুল খায়ের পাটোয়ারী। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ বদিউজ্জামান কিরণ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এদিকে আজ ৮ ডিসেম্বর হচ্ছে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির শুভ জন্মদিন। তাই বিজয়মেলার অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর জন্মদিনকে ঘিরে ছিল আনন্দঘন পরিবেশ। অনেকেই মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।