প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ২০:৩৭
জিলানী চিশতী উবির নবনির্মিত গেট উদ্বোধন

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুর-এর অধীন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে নবনির্মিত গেট (তোরণ) উদ্বোধন করা হয়েছে।
|আরো খবর
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বেলা ১২টায় এটি উদ্বোধন করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
উদ্বোধনশেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।
তিনি বলেন, আমাদের অত্র স্কুলের দীর্ঘদিনের দাবি ছিলো একটা আধুনিক গেট (তোরণ)। আমাদের কাঙ্ক্ষিত সে তোরণ নির্মাণ হওয়ায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীসহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ, চাঁদপুর সদর মডেল থানার এসআই আওলাদ হোসেন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসীন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মো. জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক মো. হানিফ মিয়া, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, মো. লুৎফুর রহমান, বিপুল চন্দ্র নন্দী, মো. গিয়াস উদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, মো. রবিউল আউয়াল খান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের অফিস ইনচার্জ মো. মোস্তফা কামাল, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো. রানা সরকার, ঠিকাদারের প্রতিনিধি মো. আজিজ, মো. তাজুল ইসলামসহ শিক্ষকবৃন্দ।
শুরুতে ফিতা কেটে বিদ্যালয়ের নবনির্মিত গেট (তোরণ) উদ্বোধন করা হয়। শেষে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।








